Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

তুমি কি আমাকে….

: | : ১১/১২/২০১৩

তুমি আমাকে
রাতের আকাশ দেখাতে চেয়েছিলে
সেখানে নাকি তারারা ঝুমকা ছোড়ে
চাদের আলোয় ভিজে
কুটি কুটি হয় হৃদয়
আমি তাও দেখতে চাই নি
শুধু তোমাকে নিবীরভাবে পাবো বলে
অপেক্ষার প্রহর গুনেছি
তবুও ভেঙ্গে পরিনি না পাওয়ার দোলে….।

তুমি আমাকে
দিগন্তে নিয়ে যেতে চেয়েছিলে
সেখানে নাকি পাখির কলকাকলিতে
গোধূলী খেলা করে,
ঘাস ফড়িংয়ের উড়োউড়িতে
স্বপ্ন ডানা মেলে
আমি সেখানেও যেতে চাই নি
তোমাকে আরো আপন করে পাবো বলে
অপেক্ষায় থেকে থেকে হতাশ হয়েছি
তবু নিজের প্রতি বিশ্বাসকে রেখেছি ধরে…।

তুমি আমাকে
ভোরের কুয়াশা ভেজা স্নীগ্ধ সকাল দেখাতে চেয়েছিলে
সেখানে নাকি ভেজা ঘাসের স্পর্শে
জীবনের আনন্দ পাওয়া যায়
নতুন তীব্র আলোতে
কষ্ট ধুয়ে নেয়া যায়
আমি যেতে চাইনি
অপেক্ষা করেছি তোমাকে আরো, আরো
নিবীরভাবে পাবো বলে….

তুমি আমাকে
সংসদ ভবনে হাত ধরে ফুচকা খেতে চেয়েছিলে
সেখানে নাকি সন্ধার পরে হলুদ আলোয়
নিজেকে হারিয়ে ফেলা যায়
ভালোবাসার মোহে……
নিজেকে চেনা যায় তোমাতে আমাতে
তবুও আমি নিজেকে ফিরিয়ে নিয়েছিলাম
তোমাকে আরো আপন করে পাবো বলে…

আজ যখন সেই সময়
তখন তোমার নিরবতায়
বার বার মনে প্রশ্নগুলো উকি দেয়
তুমি কি শুধু আমায়ই ভালোবেসেছিলে…
দুজন দুদিকে ঘুরে
বিষন্নতাকে নিয়েছি আপন করে
তুমি কি সত্যিই ভালোবেসেছিলে
আমাকে যতন করে ?

আজ রাতের আকাশ একা একা
গোধূলীর বিকাল দেয় ধোকা,
ভোরের কুয়াশা ভেজা ঘাসের নীরবতা
সংসদভবনের সামনের ফুচকাগুলোর একাকিত্বতা
আমাকে আরো বেশী করে
প্রশ্নের সম্মুক্ষনি করে
তুমি কি সত্যিই ভালোবেসেছিলে
আমাকে আমার মত যতন করে ?
রচনাকাল ১১/১২/২০১৩ ইং (সকাল :৬.৩০ মিনিট)

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top