Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

আলোচনায় যখন আমি…..

: | : ১২/১২/২০১৩
মাঝে মাঝে নিজেকে বড্ড ভাগ্যবতী ভাবি;
কারণ শত্রুদের আলোচনার মধ্যমণি আমি,
শত্রু না ঠিক, আমাকে যারা হিংসা করে তাদের কথা বলছি;
কাজ অকাজে ওরা আমাকে নিয়ে মেতে থাকে;
আমার অজানা দোষ ত্রুটি মাটি খুঁড়ে খুঁড়ে বের করে আনে,
আমি হাসি; হাসিতে ফেটে পড়ি,
হাসতে হাসতে দুফোটা অশ্রুও গড়িয়ে পড়ে কখনো।
ওদের আলোচনায় থাকি বলে,
দোষগুলো থেকে চিহ্নিত হয় গুন,
কখনো একই দোষে নিজেকে দোষী রাখি;
ওগুলো থেকে শিক্ষা নেই,
পরখ করি; মানুষ চিনি এই ফাঁকে।
ভাল লাগে এই ভেবে, আমাকে নিয়ে তারা মেতে থাকে;
আমি হই তাদের অবসরের সঙ্গী।
তবে হিংসাগুলো আমাকে ভিতরে দগ্ধ করে,
কিছু বলি না অথবা প্রতিবাদ করি না বলে
ওরা আমাকে একটু একটু করে পুড়ায়,
নিজেকে পুড়াতে ভালই লাগে;
বলুক, পুড়াক, আমাকে নিয়ে আলোচনায় মেতে থাকুক,  তাতে কি!
আমি তো বন্দি নই! আমার নিজস্ব পৃথিবী আছে;ওরা তা জানে না;
আমার পৃথিবীতে আমি স্বাধীন,
মুক্ত আকাশে আনাগোনা আমার হাজার গুনগ্রাহী পাখি;
যারা আমায় ভালবেসে ওড়তে শিখায়;
আমায় নিয়ে ঘুরে বেড়ায় তারা অজানা সব রাজ্যে থেকে রাজ্যে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top