Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

ভগ্ন হৃদয়ে যাবে কোথায়?

: | : ১২/১২/২০১৩

ভগ্ন হৃদয়ে যাবে কোথায়

ভগ্ন হৃদয়ে যাবে কোথায়?
যখন গাওয়ার জন্য কোন গান থাকেনা,
থাকেনা তাদের কোন প্রার্থনা,
হৃদয় যখন হয়ে থাকে উলঙ্গ।

ভগ্ন হৃদয় নিয়ে যাবে কোথায়?
যখন তোমার হৃদয় হয়ে থাকে ছিন্ন,
তোমার বুকের বাহিরে,
ছিড়ে টুকরো টুকরো হয়ে।
যখন তোমার শরীর হয়ে যায় অসাড়,
এবং তুমি আর পারনা কিছু গ্রাহ্য করতে।

ভগ্ন হৃদয়ে যাবে কোথায়?
যখন শরীরের সমস্ত রক্ত ভেসে যায়,
আর ভেসে আসে শুধুই আর্তনাত।
চোখ দুটি যখন হয়ে আসে
ঝাপসা আর ফ্যাকাশে।

হত্যা, হত্যা, হত্যা,
তাদের রক্ত ছিটিয়ে পড়ে
দেয়াল কিংবা ভূমির উপর,
মনে হয় রক্ত ছিটানো চিত্রাঙ্কন।
সমস্ত মৃতদেহ যেন অব্যাহতিপ্রাপ্ত,
করুণ অনুভুতির দৃশ্য,
শুস্ক বরফ আর শীতল।
তাইতো এই প্রশ্ন তোমায়,
ভগ্ন হৃদয় নিয়ে যাবে কোথায়?

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top