শৈশবের দিন !!
একটা সময়ে সৌন্দর্য্যে ভরে ছিল সবারই জীবন,
যখন আনন্দে আর প্রফুল্ল্যে পরিপূর্ণ থাকত সবার মন।
একটা সময় ছিল যখন সবাই-ই আদর করত সারাক্ষণ,
আর মায়ের হাতে মেখে খাবার খাওয়াতো যখন।
চির স্মরণীয় হয়ে গেঁথে থাকে সবার মনে, যে সময়ক্ষণ,
সেইতো হলো আমাদের সুখময় শৈশবের দিন।
একটা সময় ছিল যখন কোনো খারাপ কিছুই ছিলনা ভাবনাতে,
তখন শুধুই চাওয়ার ছিল পুতুল আর খেলনা গাড়ি পেতে।
এটাই কেবল মাত্র সময়, যেটাকে আমরা রেখে দিই গভীর মনেতে,
যখন আমরা ছিলেম সদাই ভীষণ সুখে আর আনন্দেতে।
সেই সময়টাকে আমরা কি নাম পারি দিতে?
সেই তো হলো ‘শৈশব’, কত রঙিন ছিল সেই দিনগুলিতে।
একটা সময় ছিল সবার জীবনের একমাত্র শ্রেষ্ঠ সময়,
যে সময়টায় সবাই চাইতো কাছে পেতে শুধুই আমায়।
তখন আমরা শুধু শুধু কতইনা পেতাম ভয়,
যে সময় চলে গিয়েছে, সেতো আর ফিরে আসার নয়।
সেই সময়টা ছিল সবার জীবনে শুধুই স্বপ্নময়,
আর ঐটাকেই তো বলি ‘শৈশবের দিন’, ছিল কতইনা আনন্দময়।