Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

বৃষ্টি দিনে

: | : ১৩/১২/২০১৩

যদি রাত্রি শেষে বৃষ্টি নামে
তোমার ঘরের টিনের চালে
সেখান থেকে দু’হাত ভরে
ভিজিয়ে নিও তোমার গালে।
জানবো আমি তবুও আমায়
রেখেছো মনে বাদলা দিনে
বৃষ্টি হয়ে নমবো আমি
এ ধরাতে রাত্রি দিনে।।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top