Top today
বৃষ্টি দিনে
যদি রাত্রি শেষে বৃষ্টি নামে
তোমার ঘরের টিনের চালে
সেখান থেকে দু’হাত ভরে
ভিজিয়ে নিও তোমার গালে।
জানবো আমি তবুও আমায়
রেখেছো মনে বাদলা দিনে
বৃষ্টি হয়ে নমবো আমি
এ ধরাতে রাত্রি দিনে।।
যদি রাত্রি শেষে বৃষ্টি নামে
তোমার ঘরের টিনের চালে
সেখান থেকে দু’হাত ভরে
ভিজিয়ে নিও তোমার গালে।
জানবো আমি তবুও আমায়
রেখেছো মনে বাদলা দিনে
বৃষ্টি হয়ে নমবো আমি
এ ধরাতে রাত্রি দিনে।।