স্বাস্হ্যসেবায় নতুন আগুন্তক এবং আমার অতৃপ্তি ।
বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ এগিয়ে যাচ্ছে , শুনতে ভালোই লাগে । আমরাও উন্নত রাষ্ট্রের সাথে তাল মিলিয়ে স্বাস্হ্যসেবায় বেশ অনেকদূর এগিয়ে গেছি । তবে স্বাধীনতার বিয়াল্লিশ বছরে যতটা না এগিয়েছি তারচেয়ে ঢের বেশী এগিয়ে গেছি গতকাল ( ১২.১২.২০১৩) । এক রাত্রে রাষ্ট্রের স্বাস্হ্যসেবা একেবারে আকাশে ঠেকেছে । বেচারা এরশাদ অসুস্হ বোধ করছিলেন । কিন্তু লোকলজ্জার ভয়ে বলতে পারছিলেন না । কিন্তু আমাদের তরিৎকর্মা র্যাব বাহিনী’তো আর বিনে চিকিৎসায় এরশাদকে মরতে দিতে পারেন না । তাই ইথারে আবিষ্কার করলেন এরশাদ বেটা বিরাট অসুস্হ । তার চিকিৎসা দরকার । কাল বিলম্ব না করে একপ্রকার চ্যাংদোলা করে এরশাদকে সিএমএইচে তুললেন । রাষ্ট্রের এমন দরদী চিকিৎসায় আমি মাঝে মাঝে আবেগায়াতি হয়ে যাই । বুকের মাঝে ব্যাথাও অনুভব করি । এবং র্যাবের প্রতিক্ষায় থাকি । কখন রাষ্ট্র আমায় তার দরদী চিকিৎসায় আমাকে বাধিত করবে । আমার অপেক্ষা শেষ হয় না ।
আপনি অসুস্হ । নো চিন্তা র্যাব আছে না ।
………………..নিঃশব্দ নাগরিক ।