মনোমালিন্য তো হবেই . . . .
জীবন পথে চলতে গেলে
মিলেমিশে থাকতে হলে
বাঁচতে হলে একসাথে
রাখতে হলে হাত হাতে …
আত্মীয়দের সাথে, প্রিয়জনদের সাথে
সুখ হবে, খুশি রবে, হবে কোলাহল দিনে রাতে ।
থাকে হাসি আনন্দ, কিছু আহলাদ
হতে পারে মনোমালিন্য, লাগতে পারে বাদানুবাদ
তাই বলে কি সম্পর্ক হয়ে যাবে নষ্ট?
দিতে হবে দিনের দিনের তাকে কস্ট।
ক্ষণস্থায়ী এই ধরাতলে
একদিন ভেসে যাবে সব, অথৈ জলে।
আমি থাকব না, থাকবে না তুমি
থাকবে পৃথিবী, থাকবে এই ভূমি।
রেখে যাব কথা, বলবে মানুষ
দুনিয়াতে করেছি বিবাদ, মিটেয়েছি রোষ
চাই না এমনতরো জীবন আর বেঁচে থাকা
ঝগড়া হবে, আনন্দ হবে, জীবনে থাকবে সুখে মাখা।
এত কিছু মনে না রেখে, সব কিছু ভুলে সবে
সুখে দুখে, মিলেমিশে থাকতে চাই ভবে।
মনোমালিন্য তো হবেই
ঝগড়া বিবাদ তো রবেই।
তাই বলে সম্পর্কে যেন পরে না ছেদ
অশান্তি নেমে আসবে জীবনে, বাড়বে মনেতে খেদ।
বুকে নাও টেনে, ভুলে যাও পিছনের কথা
জীবন হউক আনন্দের, ঘিরে থাকুক হৃষ্টতা ।