Top today
“অন্যের ঘুড়ি”
যে ঘুড়ি আমার নয়
তবু কেন এতো মায়া?
ঐ ঘুড়ি উড়ছে আকাশে
আমার গায়ে পরছে ছায়া।
ঝড়ের তোড়ে দিশাহারা ঘুড়ি
আমার কেন এতো কষ্ট?
এতো দিনের চেনা ঘুড়ি
কি করে চাই অনিষ্ট?
নাটাই যার অন্যের হাতে
ছেঁড়ার শংকায় আমার ভীতি।
কখন যে জড়িয়ে গেছি তার মায়ায়
কি করে ভাববো তার ক্ষতি?