Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

আশীষ

: | : ১৪/১২/২০১৩

চড়কা কাটা বুড়ির থেকে
ধ্যান এনে একটুখানি,
বুলিয়ে দেবো কপলে তোর,
হবি’রে তুই নিশ্চুপ ঋষি !
আগুন রাঙ্গা ভোরের থেকে
হাত পেতে লবো শিশির কণা,
মিশিয়ে দেবো আঁখিতে তোর,
জলপরির দেয়া পবিত্রতা !
স্বপ্নারণ্যের সোনা হলুদ
বাঁশ পাতার পাত্রে ধরে,
নীলাম্বরের দুটো তারার আশীষ নিয়ে,
মেখে দেবো ওই অধরে !
বলে কয়ে বুলবুলিটার টোপরটাকে
চেয়ে নেবো চুপিসারে,
সাজিয়ে দেবে সবে মিলে,
আমার দুষ্টু-মিষ্টি রাজকন্যারে !

২০.১০.১৩

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top