Today 01 Dec 2025
Top today
Welcome to cholontika

কব্জি ডুবিয়ে সব্জি

: | : ১৪/১২/২০১৩

এই শীতে বাজার মানেই
হরেক রকম সব্জি
খেতেই যদি হবে এসব
ডুবিয়ে খাবেন কব্জি

শীম, টম্যাটো, মটরশুঁটি
যত পারেন খান
ফুলকপি, পাতাকপির
পাকোড়া বানান

লাউ তো খাবেন এই সময়ই
ধনেপাতার সাথে
পেঁয়াজকলি, গাজর যদি
রাখেন খাবার পাতে

বেগুন, মুলো্‌, শালগম, বিট
আনুন বাজার ঘুরে
নতুন আলু স্বাদ বাড়াবে
শীতকালটা জুড়ে ।

খেতে পারেন পালং শাক
কুমড়ো ফুলের বড়া
এখন তবে উঠছিরে ভাই
কাজের ভীষণ তাড়া।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top