Top today
ক্রান্তিকাল
এক পলকের দৃষ্টি বাণেই হলাম আমি খুন
বিকল হলো মানবতা ধরলো বুকে ঘূণ।
ভর্ৎসনাতে হাত বাড়ালো অবিশ্বাসী রাত
ভুলের ফিতায় বিবেক বাঁধা পড়লো অকস্মাৎ।
চিরকালীন আলোয় ভাসে ঘন রোদের ফুল
পরাণ খেয়ার নতুন মাঝি বাধায় হুলুস্থুল।
সুখের বাজার বেজায় চড়া হিসেব মেলা দায়
ক্রান্তিকালের অনাস্থাতে বৃথাই সময় যায়।
বন দেবিকার আগুন ঠোঁটে অম্ল-মধুর বিষ
আর্তজনের তীব্র দহন, পোড়ায় অহর্নিশ।
মনের ভেতর আয়না বিকেল অন্ধ তবু চোখ
রক্ত কণায় উন্মাদনার বিষন্ন-আলোকে।
হীরামনের হীরের কাঁটায় ঝাঁঝড়া হলো বুক
দেহের কোষে বাধলো বাসা ভিনদেশি অসুখ।