Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

৷৷ মা’তোর বদনখানি মলিণ… ৷৷

: | : ১৪/১২/২০১৩

বাংলাদেশের মসজিদের সব ইমাম হুজুর /

ধনিগরীব নির্বিশেষে মুটেমুজুর/

শ্রদ্ধা যেমন চার্চমিশনের বৃদ্ধ ফাদার/

মন্দিরেতে পুজারী সব  ভক্ত দাদার /

কোন দিনতো কারো সাথে বুঝা-পড়ার/

পথ চলাতে অমিলবেমিল হয়নি ধরার/

সব মিলিয়েই আমরা তো  ভালোইছিলাম /

ঈষাণে কেন কালো মেঘের ঠাইটি দিলাম ?

 

টকঝালমিষ্টিতেঁতো  স্বাদের  সাথে/

নোনতাটা ঠিক লাগে আগেই সবার পাতে /

হাজারটা পথ শেষে মিলে একটি পথে /

হাজার নদী মিলে  মেশে সাগরেতে /

থাকতে পারে দি্মতের সব হাজারো মত/

সব মানূষের মত মিলে হয় এক জনমত /

জনমতের অগ্রাধিকার সবার আগে/

না দিলেতো গণতন্ত্র আগেই ভাগে /

 

মানূষ কেন হয় অমানূষ রাজপথে আজ ?

পুড়ছে কেন মানবতা সভ্যতার তাজ ?

মাংসাসী আজ আত্মমূখী কাকেরা সব /

প্রশ্নটা  নিজের কাছেইকী হচ্ছে এসব ?

এই যদি হয় ক্ষমতায় যাওয়ার সিঁড়ি /

এই সিড়িরও শেষ আছে যা পর্ব্বতগিরি/

সবার আগে সম্ভাবনা যার ভেঙ্গে পড়ার/

পড়লে পরে থাকবেনা আর কেউতো ধরার /

 

তাই আসুন আজ সবাই মিলে সবার আগে/

তাল গাছের বিভেদ ভুলে নিজের ভাগে /

নাইবা নিলাম বিলিণ করে সবই দিলাম  /

আমজনতার অন্তরেতে গেঁথে গেলাম /

যেমন গেঁথে  আছেন একজনরবীঠাকুর’/

দাঁড়াই এসে একই ছায়ায় বট আর পাকুর /

বাংলামায়ের  সেই মমতার তলে আসি/

বদন মলিণ হলে নয়ণ জলে ভাসি //

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top