পাসওয়ার্ড কচড়া ।
আজকাল বড্ড ঝামেলায় আছি । জ্ঞান-বিজ্ঞানের অগ্রযাত্রা আমাকে বিস্তর বিপদে ফেলে দিয়েছে । কেননা মানুষের স্বাভাবিক স্মৃতিশক্তি থেকে আমার স্মৃতিশক্তি যথাসম্ভব নিচ । তাই যুগের আধুনিকতা আমাকে বেশ বেকাদায় ফেলে দিয়েছে । স্বীয় দুর্বলতাও এর পেছনে এক বড় কারন । চাকুরী করার সুবাধে একখানা আইডি আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে । অযোগ্যতার এমন নির্মম মূল্যায়ন কর্তৃপক্ষ যে স্বাভাবিক উদাসীনতায় করল তার প্রায়ঃশ্চিও হিসেবে প্রতিমাসে একবার আমাকে পাসওয়ার্ড পরিবর্তন করতে হচ্ছে । নিজের উপর অনেক জবর দখল করে পাসওয়ার্ড আঁকড়ে রেখে চলছি । কবে যে স্বাভাবিক যোগ্যতায় ফিরে এসে কোন দূর্ঘটনা ঘটাই তা বিধাতাই ভালো জানেন । তাছাড়া দুর্জন বন্ধুর চিপায় পড়ে কবে যে দু’খানা ইমেলই আইডি খুলে বসেছি তা স্বাভাবিক যোগ্যতায় ভুলে গেলেও পাসওয়ার্ড মনে রাখার দৃঢ় সংকল্প নিয়ে আজো বসে আছি । ফলে মাথার তালুর উপর অতিরিক্ত প্রেশার আমাকে ঘিরে ধরেছে । কিন্তু মুক্তি নিব এমন শুভ চিন্তা আমার মতো বেক্কলের মাথায় কিছুতেই আসে না । বরং নতুন নতুন অকল্যান চিন্তা চেতনা আমার মাথার তালুর উপর আরো ক’খানা প্রেশারের বস্তা চাপিয়ে দিয়েছে । বুদ্ধের ( গৌতম বুদ্ধ নয় ) মতো নানান ব্লগে ক’খানা আইডি খুলে এখন নিজের প্রায়ঃশ্চিও করছি ।
এখন পর্যন্ত আমার উপলব্ধি , মানুষের বোকামীরও একটা সীমা থাকা উচিত ।
………………………..নিঃশব্দ নাগরিক ।