Top today
চিরকুট স্বপ্ন
চিরকুট স্বপ্ন
নুরুজ্জামান মাহ্দি
সন্ধ্যাতারা নিভে গেছে
চলছে অচিন গন্তব্যের আয়োজন।
ঘুমন্ত নগরীতে জেগে আছে
শুধু এক স্বপ্ন।
স্বপ্ন দেখা স্বপ্ন দেখে
স্বপ্নে দেখি তারে।
কোন এক ভোরে
ঘুম হতে জেগে দেখি একি!
বালিশের পাশে লাল গোলাপ
আর এক চিরকুট ।
যদি তুমি বিশ্বাস কর
নিশ্চয়ই ভালবাসি।