ভালবাসার দুঃসাহস
আমার প্রেমের তুমি জন্মদাতা
এ হৃদয় ভূমি চাষ করে বীজ করিছ বপন ;
সুখের স্বপ্ন নীরের তুমি নির্মাতা
শিশু প্রেম তরুকে স্বহস্তে করিছ কর্তন ।
মোর চরম অসহ্য লাগছে
ত্রাস লজ্জা আনমনা মোরে সর্বদা ঘিরিয়ে রাখত
তোমার প্রেম মন্ত্রে ভেঙ্গে হয়েছে চুর্মার ;
সংস্পর্শে তোমার লাজের শির খেয়ে আজ অবারিত
ঐ প্রেম অহ্নিতে ওতপ্রোত পুড়ছি বারংবার ।
শুধু তোমাকেই মনে পরছে
তুমি সেদিন যদি তোমাতে না বাঁধতে মোরে
ভালবাসার দুঃসাহস উত্পত্তি হতো না কোন কালে ;
চলার শক্তি হতোনা কণ্টকাকীর্ণ পন্থপরে
বাসের সুযোগ হতো না প্রেমানল পাদপের ছাঁয়া তলে ।
সর্বাঙ্গ জ্বলে পুড়ে যাচ্ছে
বলো , কেমনে আমন্ত্রণ করিলে ?
নিঃশর্ত নিদ্বিধায় করিবে গ্রহণ
আমি অজ্ঞাত আজ বিরহ অনলে ;
এ ছাতি চিড়ে একটি বীজ কর বপন ।
তাই তো তোমাকে শুধু হাঁকছে
আজও রইতাম নিদ্রে ডিমের অন্তে
না হলে তোমার সনে হৃদয় কারবার ;
ডুবে মরতাম না প্রেমের মিথ্যা ভ্রান্তে
দুঃসাহস হতো না প্রেম কাব্য রচিবার ।
কষ্ট ঠুকরে ঠুকরে খাচ্ছে
আপনাকে মূল্যহীন লাগছে ।