Top today
শান্তিদূতের মৃত্যু
” সাদা পায়রা ” ।
শান্তির প্রতীক ! বলা হয় শান্তির দূতও !!
চারিপাশের নিত্য অশান্তি আর হিংসার আগুন দেখে শান্তির প্রত্যাশায় দূত হিসেবে দুটি সাদা পায়রা কিনে এনে উড়ানোর চেষ্টা করলাম নিজের ছাদে ! হলো না ! ব্যাটারা একটু পাখনা দুলিয়ে উড়ে গিয়ে সোজা নেমে পড়লো সামনের খোলা মাঠে ! আর যায় কোথায় ? সাথে সাথে একদল মানুষ ধাওয়া করে ধরে ফেললো পায়রা দুটোকে ! যারা ধরেছে তাদেরকে দেখেই নিশ্চিত বোঝা গেল , পায়রা দুটো আজ তাদের রাতের খাবারে একটা বাড়তি পদই যুক্ত করলো শুধু ! আফসোস হলো অসহায় পাখীদুটোর জন্য ।
শান্তির খোঁজে শুধু শুধুই প্রাণ দিলো আরও দুটি সাদা পায়রা !!