Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

স্বাধীনতার দিনের গান ।

: | : ১৫/১২/২০১৩

 

আবার কি আমার স্বাধীনতা লুন্ঠিত হয়ে যাবে,

আবার কি বুদ্ধিজীবীরা হত্যা হয়ে যাবে….?

না…না…না

তা আর হতে দেবোনা

হাজার তরুন বৃদ্ধ বনিতার

ইস্পাতমাখা কঠিন হাতের শক্তির তলোয়ার

কেড়ে নেবে সব অন্যায়ের হাতিয়ার …। 

 

আবার কি ৫২, ৭১ এর মত রক্ত দেখতে হবে

আবার কি নারীরা তাদের সম্ভ্রম হারাবে ?

না…না…না

তা আর হতে দেবোনা

হাজার কৃষক, দিনমজুর আর

তরুনদের টগবগা রক্তের তীব্র দেশাত্বববোধে

নষ্ট হবে সকল নষ্ট মানুষের নষ্ট চিন্তাগুলো

 

আবার কি ঘর থেকে বের হতে আধার দেখতে হবে

আবার কি মা তার সন্তান হারাবে

না…না…না

তা আর হতে দেবোনা

স্বাধীন দেশের স্বাধীন মানুষ মৃত্যুকে জয় করে

রাখবো সম্মান অটুট স্বাধীনতার এই দেশের তরে ।

রচনাকাল ১৫/১২/২০১৩ ইং (রাত ৯:৩০ মিনিট)

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top