Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

হায় স্বাধীনতা !!!

: | : ১৫/১২/২০১৩

 

                   আমার এ দেশ সোনার দেশ, আমরাও মানুষ !

আমরা হয়েছি স্বাধীন, পেয়েছি স্বাধীনতা ।

স্বাধীনতা, স্বাধীনতা মানে ঘুষের বান্ডিল

স্বাধীনতা মানে ফ্যানে ঝুলন্ত ধর্ষিত এক রমণীর লাশ ।

স্বাধীনতা মানে হাজারো অসহায়ের অশব্দ কান্না ।।

 

স্বাধীনতা মানে মেঘকালো আকাশের একাকীত্ব,

স্বাধীনতা মানে আমদের চাপা হাসি

স্বাধীনতা মানে গোলাম আজমের মিষ্টি কাশি ।

স্বাধীনতা মানে ভয়, নিরাপত্তার অভাব

স্বাধীনতা মানে ধনীর জয়, গরীবের মিথ্যা কারাদণ্ড ।

 

স্বাধীনতা মানে ধারাবাহিক ইশতেহার, আমাদের অপেক্ষা

স্বাধীনতা মানে মন্ত্রীর বাড়িতে পদ্মা সেতু ।

স্বাধীনতা মানে পরিবার মিলে দেশসম্পদ লুণ্ঠন

স্বাধীনতা মানে লিমনের পঙ্গুত্ব আর আমাদের আফসোস ।

 

স্বাধীনতা মানে কালো ধোঁয়া, তারেক-মুনিরের অকাল বিদায়

স্বাধীনতা মানে ওয়ান পিচ ড্রেস আর জেল, আমাদের টাকায় ।

স্বাধীনতা মানে আমিন বাজারের ছাত্র হত্যা ,

স্বাধীনতা মানে স্বরাষ্ট্রমন্ত্রীর পতিতা পালন ।

স্বাধীনতা মানে নিরীহ বাঙালীর কষ্ট লালন ।।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top