Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

“প্রকৃতির ক্রন্দন”

: | : ১৬/১২/২০১৩

দিগন্তের পিছনে হাঁটু গেড়ে বসে আছে সূর্য দেবতা।
এখানে ঘন কুয়াশার দাম্ভিক মিছিল।
সালোকসংশ্লেষন অলস হয়ে বসে আছে
নয়া কিশলয়ের প্রজনন শিথিল।
কার্যক্ষমতা খুঁয়েছে বুড়ো ধুসর পল্লব
তবু অধিকার নিয়ে দখল করে আছে ডালের সনে সংযোগ।
পুরুষত্ব হারিয়েছে পুরনো মচমচে পাতা
লালায়িত তবুও ডালের সনে সম্ভোগ।

প্রাণের সরোবর নয়া কিশলয় জনমে প্রতিবন্ধকতা।
মুখ বন্ধ মাতৃ জরায়ু।
বৃদ্ধ পল্লব ভোগ করছে মেয়াদ উত্তীর্ন ক্ষমতা
যায় যায় প্রাণ আয়ু।
ঝরে ঝরে করেও ঝরে পরে না;
আকড়ে ধরে আছে যেন বেহায়া স্বভাব।
অহমের আলিঙ্গনে বন্ধন জুড়ে
ভুলে গেছে মৃত্যু খোয়াব।

উঠে দাঁড়াও সূর্য দেবতা।
নির্গত কর তোমার আলোর বীর্য।
কুয়াশা পুড়িযে নিঃশেষ কর
পূরণ কর সময়ের কর্জ।
নব কিশলয়ে ভরে দাও।
দাও আনাচেকানাচে নিষ্পাপ প্রাণের স্পন্দন।
অনাবিল নিঃশ্বাসের আকুতি জানিয়ে
বিয়াল্লিশ বত্‍সর প্রকৃতির ক্রন্দন।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top