Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

ব্যবধান

: | : ১৬/১২/২০১৩

সেই এক সময় ছিল

তোমার বৈঠকখানায় না গেলে

রাতের খাওয়াঘুম হারাম।

 

এই এক সময় এসেছে

জীবনের অনেক বেড়াজালে আটকে

তোমার থেকে বহু দূরে।

 

বিরহব্যথার কত যে দরদ

দূরে গেলে বুঝা যায় আপনহারা বেদনা কী

পদেপদে হয় ব্যথার উপলব্ধি।

 

আহা রে দিন চক্রকার

ঘূর্ণিপাকে ঘোর বিপাকে পড়ে

ভুলতে হয় চেনা পথ।

 

এপারে আমার কণ্ঠ ক্ষীণ

ওপার থেকে তুমি কেন পার না

দিতে সবল হাতছানি।

 

১৯ জ্যৈষ্ঠ, ১৪১৯–

মানামা, আমিরাত।

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top