Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

আজও ভাল বাসি

: | : ১৬/১২/২০১৩

আজ ও  ভাল  বাসি

_____________

মনে   পরে  তোমায়,

না   ঠিক  তোমায়  নয়,

স্মৃতি   গুলো    উমকে  দেয় হৃদয়  কুঠরে

বন্দী   থাকা   বেদনার   আগুন  ।

সেই লেলিহান  শিখায়  ভেসে  উঠে একটি মুখ

সে   কি   তুমি  ?

হ্যা  তুমিইতো ।

তুমি  এখনও  মোর  হৃদয়  রাজ্যে বেঁচে  আছ  কেন ?

কি  করে  বাঁচ  তুমি ?

হৃদয়ের   বহ্নি  শিখা  যা  জলছে  নিশি  দিন

দাহ  করে  না  তোমায় ?

তুমি  কি  দাহ্য  নও ?

যখন  আকাশ  চিড়ে অঝোর  ধারায়  ঝড়তে

ঝড়তে  থাকে  শ্রাবনের  বৃষ্টি,

জানালায়  বসে  যখনই বাইরে  তাকাই

মুসল  ধারে  বৃষ্টিতে  জল  কপোতি  মোরা

জল  কেলি  করছি  যেন  আজো ।

দমকা  হাওয়ায়  ধাক্কা খাওয়া

জানালার  কবাটের  শব্দে

ভেঙ্গে  খান  খান  হয়ে  যায়  কল্পনার  ভেলা ।

আমি  ফিরে  আসি  নিজের  মধ্যে,  ভাবি

এসন  কেন  হয় ? ইহাই  কি  ভালবাসা  ?

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top