Top today
স্বাধীনতা
(১)
ন’মাস যুদ্ধ শেষে
এলো স্বাধীনতা
শহীদদের স্মরণ করি
বলি তাদের কথা।
(২)
তোমার বাবা আমার মা
কিংবা কারো ভাই
একাত্তুরে শহীদ হয়েছে
তাদের ক্ষয় নাই।
(৩)
দেশকে ভালোবেসে যারা
জীবন দিলো একাত্তরে
ঘরে ঘরে গড়ছি মোরা
স্মৃতির মিনার তাদের তরে।
(৪)
হিংসা বিদ্বেষ এসব থেকে
চলে আসি সরে
মুক্তির স্বাদ পায় যেনো
প্রতি ঘরে ঘরে।
(৫)
রক্ত ভরা পুকুর নদী
রক্তে মেশা জল
রক্তে আঁকা এই পতাকা
দেশের কথা বল।।