Top today
১৬ ই ডিসেম্বর
বিজয় হয়েছে আজ লাল ও সবুজের
অযুত লক্ষ বুকের ধন হারা মায়ের
হয়েছে স্বাধীন মোদের সোনার বাংলাদেশ
সুজলা-সুফলা সোনালী ক্ষেতের সমাবেশ ।
প্লাবিত হয়েছে এদেশ আজ বিজয় উল্লাসে
প্রিয়জন হারা অসহ্য শোক ভুলেছে হেসে হেসে
বুঝেছে দারুণ অত্যাচারী মোরা নই দুর্বল
অন্যায় অবিচার রুখতে সর্বদাই সচল ।
অত্যাচারীর হাঁড় গুড়ো করে দিয়েছি বেশ
তাই রক্ত দিয়ে গড়েছি এ সোনার বাংলাদেশ
১৬ ই ডিসেম্বর মানেই আমার বিরাট অহংকার
অক্ষয় ইতিহাস ধরার বুকে পরিচয় প্রতিষ্ঠার ।
১৬ ই ডিসেম্বর মানেই স্বর্ণাক্ষরে বিজয় গাঁথা
অদম্য অকুতোভয় বাঙ্গালীর সাহসিকতা ।