Top today
“ঘুমের ঘোর”
কে কাঁপাবে ভিত?
ভিতুর নিদ।
ওরে অবুঝ
কোথায় চেতনার সূচ?
কে বাজাবে সাইরেন?
কোথায় মুক্তির গায়েন?
এ যেন ধ্বংসের মেলা।
এ যে ধ্বংসের ছলা।
তাজা রক্তের হোলি।
পদতলে ফুলকলি।
ঊর্ধ্বমুখী সাদা কাপড়ের চাহিদা।
উৎসবময় মৃত্যু প্রতিযোগিতা।
রাজপথ যেন সাজানো চিতার শ্মশান।
অবলীলায় দেহ ভস্মের যোগান।
কে ভাঙ্গাবে নিদ?
কে ভাঙ্গাবে অবশ হিম শীত?
কে খুলবে আলোর জানালা?
আর কত রবে ঘুমের ঘোরে অবলা?