Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

দেহমন

: | : ১৬/১২/২০১৩

দেহ সৃষ্টি মাটি দিয়ে
শুনেছি লোকের মুখে ,
সৃষ্টি করেছেন স্রষ্টা যিনি
হয়তো কোন এক আনন্দের সুখে ।

মন সৃষ্টি কোন মাটিতে
দেহের মতো সে নয় ,
আজ ভালো কাল মন্দ
ক্ষণিকেই নরম  হয় ।

মনকে আমি চিনিনি আজো
মন কাকে বলে ভাই ,
মন বিকলের মানুষ আমি
এমনি করে তাই দিন কাটাই ।

মনের জন্য মানুষ ছোট
ধন্য হয় মানুষ অনেকেই ,
সঠিক পথে চালায় সে
যখন তখন বন্ধু ভেবেই ।

মনের ও ভুল হয় ,
না দেখে না বুঝে সঠিক পথ,
অবহেলায় জীবন গড়ে
দিনের আলোকে ভেবে রাত ।

*********** সমাপ্ত **********
তারিখ :   ০৯-০৮-২০০২ ইং ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top