Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

উত্তাল সাগর

: | : ১৭/১২/২০১৩

উত্তাল সাগর

ঝড় উঠেছে প্রমত্ত সাগরে রুধিবে কে তারে,

ফোসে উঠেছে জাতি, ফোসছে যুব সেনার দল,

আমরাও ঝাপিয়ে পড়েছিলাম তোমাদের মতো

৭১-এ,সেথায় ছিলনা কোন দল ।

উত্তাল সাগর টর্নেডু যেন আঘাত হানিছে পারে ,

ন্যায়ের দন্ড হাতে তার, চোখে তার কলুষ মুক্তির

প্রতিজ্ঞা, কে রুধিবে তারে ।

তোমরাও জেগে উঠেছ শুনি, ন্যায়ের বার্তা

ব্লগে ,ফেস বুকে পেয়ে,

আমরাও ঝাপিয়ে পড়েছিলাম পেয়ে এক বার্তা

মুজিবের,”এবারের সংগ্রাম স্বাধীনতার  সংগ্রাম।”

আনন্দিত মোরা খুশীর ফাগুনী বাতাস বহে হৃদয় কুটিরে,

তোমাদের পেয়ে ফিরে যেতে চাই নিজ গৃ হে

৪২ বছর পরে ।

বৃদ্ধ কম্পিত হাত মোদের, ভর করে

তোমাদের উপর, গর্জে উঠতে চায় আর একবার,

শেষ বারের মতো, মৃত্যুর দুয়ারে দাঁড়ানো সিংহের ন্যায়

ঝাপিয়ে পড়ে, ফিরিয়ে দিতে চাই তোমাদের অধিকার ।

ভয় পেয়োনা, বাঙ্গালী তার অধিকার বেআদায়ে

ঘরে ফিরেনি কভু,ইতিহাস হাজার বছরের ।

জানি গো জানি- এ জোয়ার ফিরবেনা আর

বিনা সাগর সঙ্গমে।

তোমাদের তরে চেয়ে আছে জাতি অতি আশা ভরে,

নিরাশ করোনা তারে হে উন্মত্ত যুবার দল,

ধর হাল শক্ত করে,

থেমোনা আর মায়ের নির্যাতন,মাতৃভূমির অপমান,

লক্ষ মানুষের জীবন কেরে নিয়েছে যারা,

তাদের জীবন না নিয়ে ফিরবে না আজ করো অঙ্গীকার ।

মাতৃভূমি কলুষ মুক্ত হবে গো যেদিন,

হৃদয়ে আটকে থাকা চাঁপা নিশ্বাস ত্যাগ করে

শান্তির নীড়ে ঘুমাবো সেদিন . ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top