Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

চেয়েছিল ভালবাসা

: | : ১৭/১২/২০১৩

তুমি আমার পছন্দের নয়গো নারী
তাইতো আমি তোমাকে চাইনা  ,
তবে কেন ঘুরো পিছে পিছে
বলছো তোমায় ভালবাসতে
আমার ভালবাসা নেই নারী
তাইতো তোমায় ভালবাসিনা ।

তোমাকে ভালো বাসিনা বলেই নারী
তুমি আমায় বলেছো অনেক কথা ,
তোমার কি ভালবাসতে ইচ্ছে হয়না আমাকে
তুমি কি পারনা দিতে আমায় একটুখানি সুখ
অন্য মেয়েদের কাছে আছে যা…
আমার মাঝেও ঠিক তাই আছে ?
ঘুম হয়না রাতে আমায় ভেবে
বলেছ খুলে মনের সকল ব্যথা ।

আমি দেখেছিগো নারী
আমায় না পেয়ে পেয়েছো কষ্টের ঠিকানা,
আমি তোমায় কষ্ট দিতে চাইনি
শুধু ভালবাসা দিতে পারিনি সে আমার অপরাধ
তোমাদের ভালবাসার ছলনায় নারী
অতীত জীবনে আমি কেঁদেছি অনেক
এ জীবনে ভালবেসে আর কখন ও কাঁদতে চাইনা ।
*********** সমাপ্ত **********
তারিখ :   ০৬-০৮-২০০২ ইং ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top