Top today
হৃদয়পুরে দেশান্তরী-৫
সমাজপতিরা হুঁশিয়ার করে, ” পর্দা কর গো রূপসীরা।
চাউনি ধাঁধানো মুখের আলোতে যুবকেরা হবে দিশেহারা !”
এ অধম জানে, কখন কোথায় কার মুখ পোড়ে কার চুনে-
যে সুজন মরে, মরতে পারে সে শুধু রূপসীর নাম শুনে !
সমাজপতিরা হুঁশিয়ার করে, ” পর্দা কর গো রূপসীরা।
চাউনি ধাঁধানো মুখের আলোতে যুবকেরা হবে দিশেহারা !”
এ অধম জানে, কখন কোথায় কার মুখ পোড়ে কার চুনে-
যে সুজন মরে, মরতে পারে সে শুধু রূপসীর নাম শুনে !