পূর্নজাগরন
পুনর্জাগরণ
আমি এক সুপ্ত আগ্নেয়গীরি,
ঘুমিয়েছিলাম ৪২ বছর ধরে ।
বুক মাড়িয়েছে কত অস্পৃশ্য শৃগালেরা
আমাকে মৃত ভেবে। সত্যিই কি আমি মৃত ?
না আমি মৃত নই, আমি সুপ্ত ।
বছরের পর বছর ধরে শৃগাল হায়ানের পদ চারণে
দূষিত হয়েছে আমার বুক,
আর জমা হয়েছে ঘৃণার লাভা বুকের অভ্যান্তরে ।
অযাচিতদের অত্যাচারে উত্তপ্ত হয়েছে লাভা
আগ্নেয়গীরির অভ্যান্তরে । আজ চিরে গেছে ভূত্বক,
বেড়িয়ে এসেছে জ্বালা মুখ দিয়ে শতকোটি টন উত্তপ্ত লাভা ।
দিনে দিনে ভূতক বেয়ে ছড়িয়ে পড়ছে সারা দেশে ।
সাধ্য কি শৃগালের ঠেকিয়ে রাখে সে স্রোত ।
তাই তো বলি, হে অস্পৃশ্য শৃগালের দল,
উত্তপ্ত জনতার রুদ্র রোষে একবার অন্তর্ধান হয়েছিলে
৪২ বছর আগে । ধরেই নিয়েছিলাম মরে গেছ তোমরা,
তোমরা শেষ হয়ে গেছ, অথবা শুধরে নিয়েছ নিজেদের।
কিন্তু না ভুল আমাদেরই ছিল, তোমরা মরে গেছ
কিন্তু তোমাদের শেষ কৃত্য হয়নি ।
তাইতো আবার মাথাচারা দিয়েছে তোমাদের প্রেতাত্মারা,
যাদের কাজ শুধুই অন্যের ক্ষতিসাধন ।
ভেবনা, যে ভুল ৭১-এ হয়েছিল,
সে ভুল বর্তমান প্রজন্মের লাভারা করবেনা ।
তোমাদের নিঃশ্চিহ্ন না করে তারা ফিরবেনা ঘরে ।
ধর্মের মিথ্যাচারে আর কতদিন ভুলিয়ে রাখবে মানুষকে?
ব্লগে ইসলাম বিরোধী কথা ছাড় তোমরা,
আর দ্বায়ী কর সাধারণ ব্লগারদের ।
তোমাদের এ চালবাজি বাংলার মানুষ এবার বুঝতে পেরেছে ।
সাবধান, এখনও সময় আছে,শুদ্রে নাও নিজেদের।
সভ্য সমাজের মানুষ হওয়ার চেষ্টা করো ।
ধর্মকে লালন করো ধার্মিকের মতোই, শয়তানের মতো নয় ।
নয়লে ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে এবার চির তরে । ।