Top today
নতুন চাকরি
নতুন চাকরি
নুরুজ্জামান মাহ্দি
কি যে কন ভাই
দুখে মরে যাই!!!
আশ্চর্য কথা শুনে।
আসি মাঝে মাঝে
ভাসি কাজে কাজে
আড্ডায় নাতো মজে।
ভয়ে গিলি ঢোঁক
এই আসে ডাক
কাজটা করে দেন।
তবু হসিমুখ
বুক ধুক ধুক
কাজে বুঝি যাবে প্রাণ!!!