Top today
উদ্দীপক
উদ্দীপক
পূব আকাশে যবে উঠিল রবি,
হেরিল নয়ন আঁকিল ছবি।
গ্রহিল রূপ ভরিল আঁখি,
হৃদয় হরিয়া প্রকৃতিতে লভি
সাজায়ে তুলিল ভাবাবেগে কবি।
হেরিল নয়ন আঁকিল ছবি।
গ্রহিল রূপ ভরিল আঁখি,
হৃদয় হরিয়া প্রকৃতিতে লভি
সাজায়ে তুলিল ভাবাবেগে কবি।
মুগ্ধ দৃষ্টি, আশ্চর্য শান্ত
নির্মল প্রকৃতি শুদ্ধতা ছড়ায়ে
কলুষ হৃদয় ভালবাসায় ভরায়ে
সহসায় আনিল পঙ্কিলতায় ক্ষান্ত।
নির্মল প্রকৃতি শুদ্ধতা ছড়ায়ে
কলুষ হৃদয় ভালবাসায় ভরায়ে
সহসায় আনিল পঙ্কিলতায় ক্ষান্ত।
হৃদয় শপতিল তাহারি তরে
সাজায়ে জীবন নবরূপে ভরে
ভ্রমটারে রুখি, কলুষতা রাখি
করিবে গ্রহণ, ভরিবে জীবন
শুদ্ধতার নিধি সম্ভারে।
সাজায়ে জীবন নবরূপে ভরে
ভ্রমটারে রুখি, কলুষতা রাখি
করিবে গ্রহণ, ভরিবে জীবন
শুদ্ধতার নিধি সম্ভারে।
পবিত্র রূপে জড়ায়ে নিজেরে
প্রকাশিল দুর্নিবার প্রেম উদ্দাম।
রবিকর প্রবল তাপ সঞ্চারে
নিন্দুক ঈর্ষায় ছড়ায় বদনাম।
প্রকাশিল দুর্নিবার প্রেম উদ্দাম।
রবিকর প্রবল তাপ সঞ্চারে
নিন্দুক ঈর্ষায় ছড়ায় বদনাম।
তাপানলে দগ্ধ হৃদয়
হাসি উদ্দামে পবিত্রতায়
তব শক্তি লইয়া বুকে
অচেনা এক মহাসুখে
সত্য পথে মহারথে
হাসি উদ্দামে পবিত্রতায়
তব শক্তি লইয়া বুকে
অচেনা এক মহাসুখে
সত্য পথে মহারথে
ছুটিয়া বেড়ায় দৃঢ়তায়।
সারা দিনমান পুড়িয়া পুড়িয়া
বিচলিত নহে, রহিল ধরিয়া
অবশেষে ত্যাগ মুহূর্তে আসি;
শান্ত, কোমল পয়মন্ত ষোড়শী
ভরাইল রোমাঞ্চে ধরিল আকড়াইয়া।
বিচলিত নহে, রহিল ধরিয়া
অবশেষে ত্যাগ মুহূর্তে আসি;
শান্ত, কোমল পয়মন্ত ষোড়শী
ভরাইল রোমাঞ্চে ধরিল আকড়াইয়া।
ত্রস্ত বুকে, অবিরত ধুকে
অসময়ে আসি কী মহা সুখে
স্তব্ধ তাহার আকণ্ঠ, দেহ
বন্দী তাহারে করিয়াছে কেহ।
অসময়ে আসি কী মহা সুখে
স্তব্ধ তাহার আকণ্ঠ, দেহ
বন্দী তাহারে করিয়াছে কেহ।
রহিল পড়িয়া, তাহারে ধরিয়া
জানে সে কিয়ৎক্ষণ পরেই
যাইবে ছাড়িয়া, বুকে দাগা দিয়া।
জানে সে কিয়ৎক্ষণ পরেই
যাইবে ছাড়িয়া, বুকে দাগা দিয়া।
নবজীবন পাইল যেথা
জীবনী শক্তি পাইল সেথা
যাহারে সে ভালবাসে;
হৃদয় পরান যাহার সকাশে
কেমনে থাকিবে তাহারে ছাড়িয়া?
জীবনী শক্তি পাইল সেথা
যাহারে সে ভালবাসে;
হৃদয় পরান যাহার সকাশে
কেমনে থাকিবে তাহারে ছাড়িয়া?