Top today
জীবন নামের ছোট্ট ঘরে
জীবন নামের ছোট্ট ঘরে
– মোঃ ওবায়দুল ইসলাম।
জীবন নামের ছোট্ট ঘরে
আগুন লেগে পোড়ে বারে বারে
জীবন নামের ছোট্ট ঘরে ।
দুঃখ করে সাথে বাস
হল আমার সর্বনাশ
বড় জ্বালা বুকের মাঝে
আরও পাই সকল সাঁঝে,
বারে বারে
জীবন নামের ছোট্ট ঘরে।
কষ্ট আমার নষ্ট করল
জীবনের হাল
এমনি করে কাটবে কাল
আর কত কাল ধরে
জীবন নামের ছোট্ট ঘরে
আগুন লেগে পোড়ে ।
সুখালয়, নিমহাওলা।
১৯/০৮/২০০৬