Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

কঠিন জীবন

: | : ১৮/১২/২০১৩

এই জীবনটা বড়ই কঠিন
সুখ পেয়ে কখন ও
হয়ে যায় অ-সুখী ,
কখন ও সুখের আনন্দে
নিজের জীবনকে ভুলে
হয় হাসি খুশি ।

এই জীবনটা বড়ই কঠিন
দুঃখ পেয়ে কখন ও
হয়ে যায় দুঃখী ,
কখন ও বা দুঃখের সাগরে
নিজের ইচ্ছায় কাটি সাঁতার
হয়ে জীবন মুখী ।

দুঃখ চেয়ে দুঃখ পেয়েছি
দুঃখ পেয়েছি ভুরি ভুরি,
দুঃখের মাঝে জীবন বেয়ে
পাইনি কভু সুখের তরী ।

********** সমাপ্ত **********
তারিখ :   ২৬-০৭-২০০২ ইং ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top