Top today
অবুঝ খেলা
ঘাস মাড়ানো ভোরের শিশির কণা,
খোকন সোনার ছোট্ট দু‘টি পায়ে
আদর দিয়ে হলো সে আনমনা,
হারিয়ে নিয়ে যায় সে সবুজ গায়ে ৷
দুধেল গাভির সোহাগ মাখা চোখে
মিষ্টি পরশ দেয় যে হেথায় মা,
পান ভরা সুখ আভাস যে তার মুখে
গান ঝড়ানো রোদ্র দুপুর গাঁ ৷
বিষ্টি ঝরা ক্ষিপ্ত বিকেল বেলা
আঁধার যে ওই বাঁক নিয়েছে দুরে
মেঘের আলোয় তবু যে চাই খেলা
অবুঝ খোকার সবুজ উঠোন জুড়ে ৷৷
====