Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

অন্তিমযাএা শুভম

: | : ১৯/১২/২০১৩

হলুদ আকাশ।মাঝে মাঝে সোনালি লাল বর্ণের অদ্ভূত সুন্দর আভা দেখা যাচ্ছে।নীল নীল মেঘেরা ছোটাছুটি করছে এদিক ওদিক।নন্দিতা শুধু ক্ষণে ক্ষণে হাটছে এদিক ওদিক।মোহন দাড়িয়ে আছে স্থির হয়ে।একেবারে যেন মূর্তির মত।নন্দিতা শান্ত অথচ মৃদু কন্ঠে বলল-আজকের সংবাদ শুনেছ?
মোহন কিছু বলল না।না শুনার ভান করে দাড়িয়ে রইল।নন্দিতা বলতে শুরু করল-আমাদের আদিমতম উৎস পাওয়া গেছে।
মোহন হেসে বলল-সেতো কত আগেই জানি,ফানুশ নামক প্রাণী হতে আমাদের উৎপত্তি।
নন্দিতা বেশ জোরে করে হাসলো।বলল-না মিস্টার মোহন, এখন আর ফানুশ নয়।
মোহন বেশ আগ্রহ নিয়ে বলল-তাহলে কি?
-মানুষ
মোহন বুঝতে পারলো না।নন্দিতা আবার বলল-মানুষ
-ফানুশ ঠিক আগের ইভুলশিনারি ধাপ নাকি?
-তাই ধারণা করা হচ্ছে।ফানুশের সাথে মিল খুব বেশি।তবে মস্তিষ্কের গঠন অধিকতর সরল।ওজনও কম।
এমন সময় প্রচন্ড বাতাস বইছে। ওরা দুজনে ডানা মেলে দিল। উড়তে উড়তে মেঘের একেবারে কাছাকাছি গেল।হাত দিয়ে স্পর্শ করল মেঘমালা। নন্দিতা চেচিয়ে উঠল-কী যে সুন্দর!
ওরা মেঘের স্তর পারি দিল।এর পর যতদূর দেখা যায় হলুদ।মোহন অত্যন্ত আগ্রহের সাথে বলল-দশ হাজার বিলিয়ন বছর আগে,তখন মেঘের রঙ ছিল কালো ,আকাশ নীল,তখন মানুষ নামের জীব ছিল ।
-তুমি জানলে কিভাবে?
-সকালে খবর দেখলাম।
নন্দিতা কিছুটা রাগ করে বলল-তুমি তখন এমন অভিনয় করলে যেন কিছুই জান না।
-সেটা বললে তুমি মজা পেতে না।তুমি চাইলে মজার তথ্য দিতে পারি।
নন্দিতা বেশ আগ্রহ নিয়ে তাকাল। মোহন বলতা লাগল-ওদের মেয়েরা সন্তান ধারণ করত।দশ মাস পর মেয়েটাকে কেটে সন্তান বের করত।
নন্দিতা ভয়ে আতকে উঠল।বলল-ওহ,কী যে ভয়ানক?মেয়াটা কি তখন বেচে থাকত?
-তাতো বলতে পারব না।
ওরা ধীরে ধীরে নিচে নেমে আসছে।একটি বেশ বড় আম গাছের উপর বসল।বেশ ক্ষিদে পেয়েছে দুজনার।দুজনে কয়েকটা আম খেয়ে নিচে নেমে এল।রুমে যেয়ে পাশাপাশি বসল।খুব শীত পরেছে।তাপমাত্রা পাচশো ডিগ্রী সেলসিয়াসেরও নিচ।পৃথিবীর যে কী হল?এত শীত যে প্রাণ রাখাই দায়।মোহন নন্দিতার হাতে হাত রেখে বড় বড় দীর্ঘশ্বাস ছাড়ল।নন্দিতা বলল-এমন করছ কেন?
-মনে আছে,আজ আমাদের শেষ দিন।রাত্রি বারটা বাজার সাথে সাথেই আমরা প্রাণহীন দেহ হব।
-যা হবার তাতো হবেই।দুঃখ করে লাভ কি বল?তাতে কষ্ট বাড়বে।কমবে না।
-হায়রা দেশের নিয়ম।নতুনকে স্থান দিতে হবে বলে পুরাতনদের মৃত্যুদন্ড।এ কি নিষ্ঠুর ব্যবস্থা।
দুজন দুজনকে জড়িয়ে ধরে বেশ অনেকক্ষণ কান্না করল।মোহন কাপা কাপা কন্ঠে বলল-মানুষদের সময়েই ভাল ছিল।বয়স হলে ওরা এমনিতেই মারা যেত।ও গড আমাদের কেন এমন হল না?জেনেশুনে মৃত্যু,এ কি মেনে নেওয়া যায়।ও, কি বর্বর নিয়ম?
ঠিক তখন এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট।মুনিটরে একজন লোক ভেসে উঠল,বলল-সরি,আপনাদের আর পাচ মিনিট আছে।যা ইচ্ছে করুন।বারটা বাজার সাথে সাথেই রেড বাটন টিপ দেয়া হবে।
অতি দ্রুত যেন সময় চলে যাচ্ছে।পলক ফেলতে না ফেলতেই আটান্না বেজে গেল।নন্দিতা গভীর ভালবাসায় মোহনের কাধে মাথা রাখল।মোহন অস্ফূট কণ্ঠে বলল-অন্তিমযাএা শুভম……

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top