Top today
অভিমান
প্রচণ্ড চিৎকারেও আজ শব্দ হয় না
ময়লায় ড্রেনগুলোতে পানি আটকে আছে
বিষেভরা নগ্ন দেহের উত্তাপে
সব বরফ গলে গেছে,
সত্যে আজ ভয়, বেশি পরাজয়।
আমার হাতের পচা কলিজা এখন শেষপ্রায়,
একটু শান্তির খোঁজে
মায়ের গর্ভে লুকিয়ে মুখ;
তবুও আমি হারতে চাই,
হারিয়ে যেতে চাই।