Top today
তুমি আমার সেই আলো
তুমি আমার সেই পৌষের
সকালের ঝলমলে নির্মল আলো,
যে আলো সুদূর কুয়াশা কণা
ভেদ করে নিমিশেই মিলিয়ে যায়
দূর করে আধাঁর কালো
তুমি আমার সেই পৌষের দুপুরের আলো।
তুমি আজ নেই তবু ও সেই
তোমাকে বাসি ভাল, বাসবোই।
আামি খুঁজি শুধু সেই তোমাকেই
তুমি কি ভুলতে পার?
আমার তো হয়েছে গাঢ়!
ছুটছি সীমাহীন অসীমে পথে
আজও চলেছি অজানা রথে
সন্ধ্যায় আধাঁরে হারিয়ে অজানায়
খুঁজব তোমায় ……
আমার সেই পৌষ দুপুরে আলো।