Top today
একুশ মানে
একুশ মানেই আগুন রাঙা আশোক বেলার ঘুম
বই বাজার আর পড়শী পাড়ার স্বপ্ন মেলার ধুম
স্মৃতির আলো কষ্ট নদীর নকশা আঁকা পথ
একুশ মানেই দেশ জনতার স্বাধীন মতামত।
একুশ মানেই হৃদয় ক্ষরণ নিত্য প্রহর রাত
নির্ভয়তার দীপ্ত শপথ কিংবা প্রতিঘাত
দুপুর রোদে পুকুর জুড়ে নরোম জলের ঢেউ
একুশ মানেই বাঁচার দাবী ভুলবে না তা কেউ
একুশ মানেই রক্তে ভেজা শহীদ ভায়ের মুখ
বুকের খোপে লুকিয়ে রাখা বর্ণমালা সুখ
লাটাই ঘুড়ির মুক্ত আকাশ ছন্দ বিরামহীন
একুশ মানেই নতুন সকাল শপথ নেবার দিন।
একুশ মানেই শিশুর হাসি ফুল পাখিদের গান
আলতা রাঙা লাজুক বধূর মিষ্টি অভিমান
নৌকো নদী জারি সারির আবেশ মাখা সুর
একুশ মানেই মায়ের ভাষা আনন্দ-মধুর।