Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

একুশ মানে

: | : ১৯/১২/২০১৩

একুশ মানেই আগুন রাঙা আশোক বেলার ঘুম
বই বাজার আর পড়শী পাড়ার স্বপ্ন মেলার ধুম
স্মৃতির আলো কষ্ট নদীর নকশা আঁকা পথ
একুশ মানেই দেশ জনতার স্বাধীন মতামত।

একুশ মানেই হৃদয় ক্ষরণ নিত্য প্রহর রাত
নির্ভয়তার দীপ্ত শপথ কিংবা প্রতিঘাত
দুপুর রোদে পুকুর জুড়ে নরোম জলের ঢেউ
একুশ মানেই বাঁচার দাবী ভুলবে না তা কেউ

একুশ মানেই রক্তে ভেজা শহীদ ভায়ের মুখ
বুকের খোপে লুকিয়ে রাখা বর্ণমালা সুখ
লাটাই ঘুড়ির মুক্ত আকাশ ছন্দ বিরামহীন
একুশ মানেই নতুন সকাল শপথ নেবার দিন।

একুশ মানেই শিশুর হাসি ফুল পাখিদের গান
আলতা রাঙা লাজুক বধূর মিষ্টি অভিমান
নৌকো নদী জারি সারির আবেশ মাখা সুর
একুশ মানেই মায়ের ভাষা আনন্দ-মধুর।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top