Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

বাঙালীর সূর্য

: | : ১৯/১২/২০১৩

হাজার স্বপ্ন জ্বলাঞ্জলী দিয়ে,
লাখো বাঙালীর রক্ত নিয়ে,
এনে দিয়েছিলে আজ বিজয়ক্ষণ।
আমারা বাঙালী গর্ব নিয়ে,
হুংকারে জানাই বাংলা দিয়ে,
জন্মেছি বাংলায় হয়ে গর্বিত সন্তান।

বাংলার রক্তিম সূর্য শহীদের,
বাংলার সবুজ অদম্য মায়েদের,
বাংলার বিজয় অবিনাশী কবিতাদের।
বাংলার কথা লক্ষ প্রাণের রক্তের,
বাংলার হাসি সম্ভ্রমহারা বোনদের,
বাংলার প্রতিটি সালাম শুধুই তোমাদের।

জীবনের প্রতিটি ক্ষণ আজ গর্বের,
শহীদের লাগি পেয়েছি স্বাধীনতা বিজয়ের,
রবি-জল-মাঠ মন গহীনের হাট সকলই শহীদের।
দিয়েছ আলোক বাংলার পথে ঘাটে,
এনেছ হাসির শ্রাবণ হৃদয়ের রথে হাটে,
আজ বাঙ্গালী উল্লাসে মাতে রক্ত বিজয় ললাটে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top