আমাদের প্রেমের এই ক্যাটক্যাট খ্যাটখ্যাট
তুমি কর ক্যাটক্যাট
আমি করি খ্যাটখ্যাট
আমরা সারাক্ষন করি
ক্যাটক্যাট খ্যাটখ্যাট।
অবিরাম চলে আমাদের
প্রেমের এই ক্যাটক্যাট খ্যাটখ্যাট।
যখন চলে এই ক্যাটক্যাট খ্যাটখ্যাট
ভূলে যাই ছিলাম কি
আদৌ কোন প্রেমিকা
আবেগীয় রমনীয় বউ।
কোথায় না চলে
আমাদের মধুর প্রেমের
এই ক্যাটক্যাট খ্যাটখ্যাট
লিফটে এলিভেটরে
রাস্তায় অন্যের বাসায়।
দরজা নড়িয়া সরিয়া যায়
জানলা খুলিয়া পড়িতে চায়
প্রতিবেশীরা কানাকানি কয়
শব্দ দূষনে পরিবেশ অতিষ্ঠ হয়।
আমরা প্রেমিকদ্বয় তবু নির্বাক অবিরাম
করতে থাকি ক্যাটক্যাট খ্যাটখ্যাট।
বুঝিনা ভূল প্রিয়তম
যা যুক্তিসংগত
খাইতে আসিয়াছ চা
দেখিতেছ আমি হাবুডুবু
নিমজ্জিত কবিতার সাগরে।
চুলার চা গিয়াছে শুকাইয়া
রুটি পরিনত কয়লায়।
আমি যখন বুঝিনা ভূল
তুমি ও মানিয়া নাও
সীমাবদ্ধতা খানি আমার।
আজ সত্যি দিব
এক সোনার মেডেল
তোমাকে প্রিয়তম
তোমার অবিরাম ঝগড়া আর ক্যাটক্যাটে।
যখন দুইজনে হইবনা
আর পরিবর্তিত
কি ফল বল খুজে
একে অন্যের অবমাননা।
চল আজ থেকে
বন্ধ করি আমাদের প্রেমের এই
অবিরাম ক্যাটক্যাট খ্যাটখ্যাট।