একটি ভালোবাসার কবিতা ।
সেদিন ভর দুপুরে জানালার পাশে
নিঝুম হয়ে বসে থাকার সময়
হঠাৎ তোমার চুল ঝারার শব্দে
আমার দৃষ্টির আচমকা ঝলকানি
অবাক দৃষ্টিতে কোনদিন না দেখা রুপে
মুগ্ধকর আমার অপলক দৃষ্টি
যেন সরাতেই পারছিনা….
ভেজা গামছায় বার বার আছরে দেওয়া
তোমার চুলের উপর
যেন আমার আত্নার মধ্যেই উত্তাল হাতুরিপেটা
হলুদ জামায় তোমার সাদা দেহের মাধুরী
আমাকে কি মায়ায় যেন জরিয়েছিলো সেদিন…!
তুমি মনের অজান্তেই হাতদুটো উঁচু করে
গামছাটিকে আছরে ফেলছিলে চুলে
দুষ্ট পাঁচ-ছটি চুল তখনও তোমার গাল ছুয়েঁ….
কুনুইয়ের উপরে ডানার ভাজে
যেন উত্তাল যৌবনের উম্মাতাল বক্ষের একাংশ…
আমার চাহুনী তোমার রুপের তীক্ষনতায়
এবার মাটিতে তাকাতে বাধ্য করে
কেনই যেন আমি লজ্জায় লাল অন্যমনস্কতায়…
এবার তোমার ডাগর চোখের অবাক আক্রমন
হাতদুটো গামছায় শক্ত করে ধরে উপরে তুলে
এক পলকে আমার দিকে চেয়ে থাকা….
কি…ভাবছো ? বড় বেশী অপরাধী আমাকে
নাকি তুমিও তোমাকে ভালোবাসায় আত্নসম্মানী
অথবা বিরক্তি…..?
আমি কিন্তু ওভাবে ভাবছিনা
আমি, শুধু সুন্দর দেখেছি, অসাধারন সুন্দর
ঠিক হলদে দুপুরে সবুজ গাছ থেকে
হলুদ ফুল পিচঢালা পথে রোদের বিপরীতে
চিকচিক করে পড়ে যাওয়ার মত সুন্দর……।
এতটুকু চাওয়াতেই মনের আদান প্রদানে
ভাবের মিলে যাওয়া ভেবে তোমাকে
ভালোও বেসে ফেলেছি
তুমি উম্মাতাল ঝলসানো সৌন্দর্য দেখিয়েছো বলেই …।
রচনাকাল ১৯/১২/২০১৩ ইং (রাত :৯.৩০ মিনিট)