Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

নীলিমা

: | : ২০/১২/২০১৩

নীলিমা তোমার কী সেই
দিন গুলোর কথা আছে মনে ?
তুমি ছুটতে আর আমি পিছুপানে
তোমার সুমিষ্ট নীলভ লজ্জা নয়নে
দেখতা, দাগ কাটতো মনে।
নীলাকাশে সাদা মেঘেরা দূরান্ত
ঝাকে ঝাকে গাঙ্গচীল উড়ন্ত
অসীমের পানে
নীলিমা তোমার কী সেই
দিন গুলোর কথা আছে মনে ?
তুমি বলতে চলো বিহঙ্গ হই, মেলি ডানা
ছুটে চলি হারিয়ে যাই পথ অজানা
নিশ্চয়ই ভোলনি,ছোট ছোট ঢেউ কণা,
তোমার আমার আন্তরের ভেলা
নির্মল মৃদু বাতাসে দোলা খেলা
মিটি মিটি হাসি আর দুস্টুমি চাহনি
আছে মনে, নিশ্চয়ই ভূলনি ।
নীলিমা মনে আছে কী তোমার
কবে হয়েছে দেখা শেষবার ?
সেই গুড়ি গুড়ি বৃষ্টি,দমকা হাওয়া
এলো মেলো কেশে রবীন্দ্র গাওয়া
সন্ধ্যা বিজলীর আলোয় সাঁকো পার হওয়া
আঙ্গীনায় পৌছাঁলেই সে কি বকা খাওয়া্
তোমারা বাবার সেই কী চাওয়া!!
মনে মনে ভীষণ ভয় পাওয়া
মনে আছে আজও, নিশ্চয়ই ভূলনি ।
নীলিমা বলেছিলে আসবে ফিরে
গাইবে নজরুল সেই নদীটির তীরে,
তুমি গাইবে আর আমি হব বিমুগ্ধ
আমার নীলিমা আজ চলন্ত বাসে জলন্ত অগ্নিদগ্ধ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top