Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

কিছুতেই আর মন লাগে না ………..

: | : ২০/১২/২০১৩

ইদানিং কোনো কিছুতেই মন টানে না
কি নেই কি নেই, সঠিকটা মন জানে না।

সব কিছুতেই আন্তরিকতার বোধ করছি অভাব
অভিনয়টা মানুষের হয়ে গেছে স্বভাব।

ভাবিনি চারপাশের মানুষগুলো বদলে যাবে এভাবে
ভাবনাতে আসেনি সময় আমাকেও এভাবে পাল্টে দিবে।

হ্যা, এখন আর কিছুতেই মন বসে না
কিছুতেই উল্লাসে মন ফেটে পড়ে না।

কাউকে অন্তর দিয়ে ভালবাসতে করে না ইচ্ছা
সামাজিকতার খাতিরে বিনিময় হয় শুভেচ্ছা।

ভালবাসা পেতেও আর চাই না
ভালবাসা শব্দটা শুনলেই অন্তরে লাগে ঘা।

পাষানদের সাথে থেকে থেকে আমিও হয়ে গেছি পাষান
ভালবাসা পাওয়ার জন্য মন আর করে না আনচান।

পাথর মানুষের সাথে আমিও কঠিন পাথর
চারপাশে ঘ্রান পাই যেনো লাশে মাখানো আতর।

আগে রক্ত দেখে হয়ে যেতাম অজ্ঞান
আর এখন এখানে সেখানে ছোপ ছোপ রক্ত দেখেও আর হারাই না জ্ঞান।

বিশ্বজিতের রক্তাক্ত দেহ দেখে বিচলিত হই না
সাগর রুনির মেঘের কথা আর মনে আসে না।

চারপাশের কঠিন মানুষগুলো আমাকে বদলে যেতে করেছে বাধ্য
হয়তো নরম কোমল স্বাভাবিক জীবনে ফেরার হবে না সাধ্য।

এখন আর লিখতেও মন চায় না, হিজিবিজি লাগে কবিতার খাতা
যেনো যা লিখেছিলাম তা মুছে গিয়ে আবার যেই সেই সাদা পাতা।

সব ভাল লাগাগুলো হাওয়ায় গেছে উড়ে
রংগিন স্বপ্নগুলো আমাকে দেখে না আর ঘুরে।

কোনো কিছুই পাওয়ার জন্য মনে আসে না আকুলতা
কঠিন মানুষের মেলায় থেকে নিজেই শুনতে পাই না কাতরতা।

অস্থির সময় অস্থির মন, চারপাশে বিরাজ করছে অস্থিরতা
পাষান হৃদয়ের মানুষগুলো শুনে না আর কারো প্রানের ব্যাকুলতা।

https://lh3.googleusercontent.com/-COoCHTJIdk8/UNf0KP2PVII/AAAAAAAAKLk/JvBOs6Oz1Ww/w497-h373/1223-2.gif

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top