Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

“ভাগ্য লিপি”

: | : ২০/১২/২০১৩

কি লিখেছ হে ভাগ্য বিধাতা?
কোথায় তোমার ইনসাফ?
ভাগ্যলিপির প্রতিটি পাতায়

লিখেছ কষ্টের বিলাপ।
আমি কি তোমার অবৈধ সন্তান?
নই কি তোমার সৃষ্টির বৈধ উত্তরাধিকারী?
লোক সমাজের ভয়ে কি তবে
আমার হক্‌  নিয়েছ কাড়ি?
কেন করেছ এতো পাতার হায়াত লিপি?
অল্প কয়েক পাতাতে করিতে খতম,
বছর বিশ না হয় করিতে
আচ্ছা মত জখম।

এই নাকি তোমার পরীক্ষার ময়দান;

এতো কঠিন কেন প্রশ্ন?

উত্তরের সন্ধানে চষে বেড়িয়ে

ধৈর্যের হাঁটু আজ রুগ্ন।

 

এ কেমন খেলার রেফারি তুমি!!

বৈধ গোল কর বাতিল।

স্বীকৃতি দাও তাদের বেলায়

যারা করে অনিয়মে হাসিল।

বুঝি না তোমার সমীকরণ;

উদার হস্তে লিখেছ তাদের ভাগ্যলিপি।

আমার বেলায় কেন করেছ এমন?

নিভে গিয়েছিল কি তোমার কুপি?

অন্ধকারে লিখেছ বুঝি?

তাই তো এই অসম সমীকরণ।

ভাগ্যলিপির প্রতিটি পাতায়

কষ্টের সুনিপুণ বিবরণ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top