Top today
শীতের পিঠা
শীতের পিঠা
শীতের ভোরে ভাপা পিঠা
খেতে ভারি মজা,
ভাস্পে সিদ্ধ মজার পিঠা
তৈরী নয়কো সোজা।
চালের গুরির তৈরী পিঠা
মাঝে থাকে তার গুড়
ভাস্প উড়ানো গড়ম পিঠা
শীতরে করে দেয় দূর।
দাদুর ডাকে ভেঙ্গ যায় ঘুম
উঠানেতে দেখি
ভোরের রোদে বসে দাদু
পেতে এক জল চৌকি।
খাওয়ার সাদে ঢেকুর তুলে
আমাকে ডেকে কয়,
শীতের পিঠার সাদ পেতে হলে
শীতেই তা খেতে হয়। ।