Top today
অনন্ত জয়গান
আমার আজ বেশ কাঁদতে ইচ্ছে করে
নিঃশব্দে নয়,গগনবিদারী শব্দে
যেন বিশ্ব ব্রহ্মমান্ডটা কেপে উঠে
থরথরয়ি কাপতে থাকে চন্দ্র সূয গ্রহ তারা।
অশ্রু যেনো ভাসিয়ে নিয়ে যায় পাহাড়,পর্বত,উচু গিরি
স্থলভাগ বলে কোন শব্দ থাকবে না ডিকশানারিতে;
সকল অশুভ শক্তি ধ্বংস হয়ে যাক
এরপর শুরু হোক নতুন করে জীবন যাপন
কান্নার বদলে সেদিন পুরো বিশ্ব নিয়ে হাসব
বিশ্ব হবে সুন্দর আর আনন্দের অনন্ত জয়গান।