Top today
অপেক্ষা…
পৃথিবীর সমস্তে এখনো প্রত্যাশা
কালো মেঘে ঢাকা পরেনি
এখনো আকাশের সবখান,
আমার চোখের কোণে
এখনো নিদ্রা জল হাসে
এখনো অনেকে প্রাপ্তপ্রাপ্তির অপেক্ষায়।
আমি নিভেপ্রায় এক
অগ্নি শিখার স্পর্শে জ্বলি;
ভেসে চলি তীব্র জোয়ারে
দূর সাগর মধ্যখানে।
তোমার স্পর্শ, এখনো
আমার অস্তিত্তের সবখানে।