Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

অপেক্ষা…

: | : ২০/১২/২০১৩

পৃথিবীর সমস্তে এখনো প্রত্যাশা

কালো মেঘে ঢাকা পরেনি

এখনো আকাশের সবখান,

আমার চোখের কোণে

এখনো নিদ্রা জল হাসে

এখনো অনেকে প্রাপ্তপ্রাপ্তির অপেক্ষায়।  

আমি নিভেপ্রায় এক

অগ্নি শিখার স্পর্শে জ্বলি;

ভেসে চলি তীব্র জোয়ারে

দূর সাগর মধ্যখানে।

তোমার স্পর্শ, এখনো

আমার অস্তিত্তের সবখানে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top