মা মনি কোন দিন তোমাকে ছাড়া থাকিনি ! আজ নাকি তোমাকে ওরা যৌতুকের জন্য শাস্তি দেয় !
যখন তোমার ছোট্ট পেটের মধ্যে বাবুর নরাচরা শুরু হয় তখন আনন্দের চেয়েও তোমার কষ্টকে বেশী অনুভব করেছি । বাবু পৃথিবীতে আশার পর থেকে একদিনও বাবুকে ছাড়া ঘুমাই নি । এ কি অনুভূতি নিজেও বুঝতাম না । বাবা বলে ডাকলে কোন অজানার আদরে যেন বার বার জড়িয়ে ধরতে ইচ্ছা হয় সবসময় । জীবনের প্রতিটি ক্ষেত্রে বাবুর সরল চাহুনী নতুন করে বাঁচার উৎসাহ যোগায় । আমি দেখি সে পুতুল খেলে, নিজের মমতা দিয়ে একটি সংসার আগলে রাখার মানচিত্র আঁকে প্রতিনিয়ত । আস্তে আস্তে বড় হওয়া তারপর কি তুমিও আমাকে ছেড়ে চলে যাবে তাই না ………………….। জানি মেনে নিতেই হবে। শুভ কামনার শেষ নেই তবু বলি বেঁচে থাকার জন্য শুধু বাঁচার দরকার নেই । অধিকারকে ভালোবাসায় রুপান্তর করে সংসার জীবনকে অতিবাহিত কর ।
নিজের কথা দিয়ে শুরু করলাম এই কারনে যে প্রতিটি মানুষই তার সন্তানকে এমনভাবে লালন করে যেন সে সারাজীবন তার কাছেই থাকবে । একটি মেয়ে সন্তানকে ভালোবাসাটা অন্যরকম একটি ভালোবাসা বলে অভিহিত করবো আমি । যে ভালোবাসাকে একটি নির্দিষ্ট সময় পর অন্য জায়গায় হস্তান্তর করতে হয় । যদিও এই হস্তান্তর মানুষের জীবনের একটি ভালো থেকে অন্য একটি ভালোতে রুপান্তরিত হওয়াকেই নির্দেশ করে । তারপরও আমি আমার সবচেয়ে ভালোবাসাকে যার কাছে ভালোবাসার প্রদিপ হিসাবে দিয়ে দিব সে সেই প্রদিপকে নিয়ে আর্থিক লালসা পুরনের ছেলেখেলায় মেতে উঠবে । যে মেয়েটি ছোট বেলা থেকেই একটি সুন্দর স্বচ্ছ মানুষকে কল্পনা করে তার সংসারের অবকাঠামো নির্মান করে সে ওখানে যাওয়া পর যদি শুধু অর্থের জন্য তাকে আনা হয়েছে এটা বুঝতে পারে তখন তার মনে কি আর সংসারের প্রতি এতটুকু শ্রদ্ধাবোধ থাকার কথা ! তারপরও সব সহ্য করে একটি আলোকময় দিনের কথা ভেবে নির্দিধায় সংসার নামের চাকরি করে যেতে থাকে । কি নিষ্ঠুর আর অকর্মন্য আমরা । একটি মেয়ে সব ছেড়ে তোমার কাছে আসবে আবার তাকে অনেক অর্থও নিয়ে আসতে হবে এ কোন নৈতিকতা । আমরা কি বিবেকের কাছে এতটুকু ছোট হই না ।
আমার লিখাটি শুধুমাত্র তাদের জন্য যারা অনেক সার্টিফিকেট অর্জন করেছেন কিন্তু মূল্যবোধ বলতে শুধু একটা শূন্য । যারা গরিব তাদের ক্ষেত্রে যৌতুক হয় দায়বদ্ধতার আর যারা ধনী তাদের জন্য যৌতুক হয় মান সম্মান এবং উপহারের । যে পরিবার মেয়েদের কাছ থেকে অর্থ নিয়ে নিজেদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে চায় তাদের ধিক্কার জানান ।ভালোবাসার সংসারে ভালোবাসার আনাগোনা । একটি সুন্দর পরিবারই পারে একটি গোছোনো দেশ উপহার দিতে । যৌতুককে ঘৃনা করুন মন থেকে । অসহায়ত্ব দেখতে চাইনা । প্রতিটি মানুষই আল্লাহতাআলার পরম ভালোবাসার সৃষ্টি । আল্লাহকে পেতে চাইলে মানুষকে আগে ভালোবাসতে হবে । অন্তত আমরা যারা এখানে লিখছি এরা সবাই যদি যৌতুককে ঘৃনা করে পরিবার গঠন করি এবং পরিবার গঠনে সহায়তা করি তবেই তো আশার সূর্য উঠতে শুরু করবে আস্তে আস্তে ।
মেয়েদের বলবো যৌতুকের দাবি মাথায় নিয়ে অত্যচার সহ্য করে সংসার করার দরকার নেই । আগে তোমাকে বেঁচে থাকতে হবে কারন তুমিও সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ । আল্লাহ নির্যাতনকারীকে পছন্দ করেন না । বেরিয়ে আশো নতুন আশার দিগন্ত দেওয়ার জন্য আল্লাহ অনেক ভালোমানুষ সৃষ্টি করেছেন ।