Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

পেয়েছিলাম এক নারীর ভালবাসা

: | : ২১/১২/২০১৩

আমাকে নোয়াবে এতো সহজ নয় ,
আমি যে শক্ত এবং কঠিন মানুষ
তবে বল তোমার ভালবাসাকে কি করে পায় ভয় ।

নারী তুমি কি আমাকে ভালবাসতে চাও?
আমাকে ভালবাসা এতো সহজ নয় ,
এ মন পুড়ে পুড়ে হয়েছে কাঠের কয়লা
সিক্ত আগুনে শক্ত পাথরে বেধেছি হৃদয় ।

নারী তুমি কি আমায় নিবে প্রাসাদে
যেথায় তুমি একাকী নিদ্রা যাও ,
আমাকে শোয়াবে না হয় তোমার কাছে
দেখাবে না হয় উলঙ্গ তোমার গাও ।

আমি জানি নারী তুমি আমাকে ভালোবাসো
আমার জন্য করতে পারো তোমার ও দেহু ক্ষয় ,
দিবে না হয় মিলন সুখের অনুভব
আমি পাই নারী তোমায় ভীষণ ভয় ।

আমি তোমার  ভালবাসা চাইনা নারী
চাইনা তোমার মিলনের সুখ সাজছন্দ ,
তবে কি করে বল তোমার প্রাসাদে যাই
আমি যে নারী সারা জীবনের জন্য প্রতিবদ্ধ ।

*********** সমাপ্ত **********
তারিখ :   ০৭-০৭-২০০২ ইং ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top