Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

জীবনে মরনে

: | : ২১/১২/২০১৩

 

 

দূরের আকাশে
মেঘের পালকে
সূর্যের আলো হাসে,
মনের গহীনে
তোমার স্মৃতী
উঠিল যেন গো ভেসে;

 

তুমি আজ ওগো
দূরে বহু দূরে
তবু আছো এই অন্তরে,
তোমারি তরে
হৃদয়ে সদা 
মোর প্রেম সুধা ঝরে;

 

তুমি কি ওগো
আগের মতো
রেখেছো স্মরণে মোরে,
চোখের আড়ালে
মনের দর্পণে
রেখেছো আপন করে?

 

ভুলিনি প্রিয়া
ভুলিনি তোমায়
কি করে ভুলি বল গো তোমায়,
প্রেম-প্রীতি
মধুর  স্মৃতি
সবি সঞ্চয় মোর মনের পাতায়;

 

ভুলি যদি ওগো
কোন দিন তোমায়
তার আগে মরন যেন গো হয়;
জীবনে মরনে
থেকে পাশপাশি
তৃপ্ত করিও মোর শূন্য হৃদয়।

 

——————————

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top